স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরনে বরকলে আনন্দ র‌্যালী

Published: 22 Mar 2018   Thursday   

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরনের যোগ্যতা অর্জন উপলক্ষে বৃহস্পতিবার বরকলে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরকল সদর ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেন অরজিৎ কুন্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন সহকারি প্রধান শিক্ষক ইন্দু বিকাশ চাকমা সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা সুচারু বিকাশ চাকমা মোঃ সেলিম জাবেদ সুশান্ত চাকমা লালন বিকাশ চাকমা শান্তি বিকাশ চাকমা বাসরিকা দেওয়ান পিন্টু চাকমা জোস্না চাকমা রিমা চাকমা। এসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এর আগে একটি র‌্যালী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর বাজার ও হাসপাতাল এলাকা প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।


অপরদিকে, বরকল সদর ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত