রাঙামাটিতে আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সমাপ্ত

Published: 22 Mar 2018   Thursday   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে রাঙামাটিতে বৃহস্পদিবার দক্ষিণ পূর্ব রিজিয়ন পর্যায়ে আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

 

গত ১৮ মার্চ  থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চট্টগ্রাম ও রাঙামাটির ১২টি ব্যাটালিয়নের প্রতিযোগিরা অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতায় বরকল ৪৫ বিজিবি সবচেয়ে বেশি ৭টি স্বর্ণসহ মোট ৯টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর ১টি স্বর্ণসহ মোট ৬টি পদক পেয়ে ৩ বিজিবি পানছড়ি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। 

 

বিজিবি রাঙামাটি সদর সেক্টরে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান। এসময় রাঙামাটির সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরামসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্য কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান বলেন, বিশ্বে তায়কোয়ান্ডোপ্রতিযোগিতা আবিস্কার হয়েছে খুব বেশি দিন নয়। অল্প সময়ে এই প্রতিযোগিতা বাংলাদেশেও আয়োজন করেছে এবং বিজিবি’র সৈনিকরা এটি আয়ত্ত্ব করতে সক্ষম হয়েছে। তায়কোয়ান্ডো যুদ্ধক্ষেত্রে শত্রুর উপর প্রভাব বিস্তারের জন্য অস্ত্রের বিকল্প হিসেবে প্রয়োগ করা যেতে পারে। যে সৈনিক তায়কোয়ান্ডো বেশি আত্মস্থ করতে পারবে সে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের বিকল্প হিসেবে এটি শত্রুর উপর প্রয়োগ করে আত্বরক্ষা করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত