উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় রাঙামাটি মেডিকেল কলেজের আনন্দ র‌্যালী

Published: 22 Mar 2018   Thursday   

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) ষ্ট্যাটাস থেকে উত্তরণের ঐতিহাসিক সাফল্য অর্জন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি সদর হাসপাতালের উদ্যোগে  আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়ে সিভিল সার্জন শহীদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,রাঙামাটি মেডিকেল কলেজের শিশু বিভাগের হেড প্রফেসার ডা,আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ও গাইনী জুনিয়র কনসাল্টটেন ডা.নিহার নন্দি,শিশু ও নবজাতক কনসাল্টটেন ডা.আবদুল হাই ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাসপাতালের চারদিকে প্রদক্ষিণ করে। র‌্যালীতে মেডিকেল কলেজ শিক্ষার্থী,রাঙামাটি নাসিং ইনষ্টিটিউট শিক্ষার্থী,কমিউনিটি হেলথ প্রোপ্রাইডার স্বাস্থ্য কর্মীরাসহ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তা কর্মচারিরা অংশ গ্রহন করেন।

 

বক্তারা বলেন,দেশবাসী ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে নতুন যুগের সূচনা করায় আমরা অত্যন্ত গর্বিত। ভবিয্যতে দেশকে আরো সামনে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। এ সাফল্য শুধু সরকারের একা নয় এ সাফল্য  বাংলাদেশের সকল নাগরিকের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত