পানছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

Published: 22 Mar 2018   Thursday   

স্বল্পোন্নত দেশে স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের  যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য  উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক আনন্দ শোভাযোত্রা ও  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় ক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সবোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম প্রমূখ। এ সময় পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান, নাজির হোসেন, প্রত্যুত্তর চাকমা, কাঁলাচাদ চাকমাসহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

 

এ উপলক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন মন্দির, মসজিদ, স্কুল ও হতঃদরিদ্রদের মাঝে  ২৭বান টেউটিন ও মজুরি বাবদ ৮১ হাজার টাকা বিতরণ করা হয়।

 

এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত