বিলাইছড়িতে ধারক দেয়াল ধসে আহত ১

Published: 22 Mar 2018   Thursday   

বিলাইছড়ি উপজেলা জামে মসজিদ কলোনীতে বুধবার আনুমানিক দুপুর দেড়টার সময় বসত বাড়ির উপর ধারক দেয়াল ধসে পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোঃ শামসুল আলম (৬৫)। তিনি ঐ এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

 

তার স্ত্রী সখিনা খাতুন জানান, দেয়াল ধসে পড়ার সময় তারা নাতি নাতনীসহ বাড়িতে সাত জন ছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে ঘরে উপর পড়লে তার স্বামী দেয়ালের নিচে চাপা পড়ে যান। এ সময় আশপাশের লোকজন খবর পেয়ে তাকে মাটিচাপা হতে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বিলাইছড়ি হাসপাতালে নিয়ে যান।

 

তিনি আরও জানান, যে দেয়ালটি ধসে পড়েছে সেটি মালিকানা ব্যক্তির নিজস্ব করা দেয়াল ছিল। সেখান থেকে একাংশ দেয়াল ধসে পড়েছে। বাকী দেয়ালের অংশতেও বৃহৎ ফাটল ধরেছে। যে কোন সময় সেটিও ধসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।

 

আহত মোঃ শামসুল আলম জানান,  তিনি তার পা নাড়াচাড়া করতে পারছেন না। হাতে এবং কোমরেও ভীষণ আঘাত পেয়েছেন

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে কর্তব্যরত (বর্তমান) কেংড়াছড়ি ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার চাউগ্যা মারমা জানান, দেয়াল ধসে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কোমরে আঘাত লেগেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত