স্বপ্লোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাস শফি কামাল। জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, বাংলাদেশ মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রেস ব্রিফিংএ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ বলা হয়, স্বপ্লোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.