রাঙামাটিতে বিসিক’র সহকারি মহাব্যবস্থাপক ও জেলা মৎস্য কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

Published: 20 Mar 2018   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিসিক এবং জেলা মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে মঙ্গলবার বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ।

 

পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে এ বিদায় সংবর্ধনা  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বক্তব্যে দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, বিদায়ী বিসিক এর এজিএম স্বপন কুমার ত্রিপুরা ও জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আব্দুর রহমান।

 

অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী দুই কর্মকর্তা স্ব স্ব পদে দায়িত্ব থাকাকালীন সময়ে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে সরকারি নির্দেশনা মেনে জনগণের জন্য কাজ করে গেছেন। তারা শুধু দক্ষ কর্মকর্তা ছিলেননা বরং স্ব স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ব্যবহারে অত্যন্ত আন্তরিক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী দুই কর্মকর্তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, প্রায় ১৩ বৎসরের অধিককাল তিনি পার্বত্য এলাকায় কাজ করতে গিয়ে সকল মানুষের আন্তরিকতা পেয়েছেন। কাজের প্রয়োজনে বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় কাজ করতে গিয়ে কখনো তিনি অসুবিধায় পড়েননি। পদোন্নতি জনিত কারণে (সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি) বদলী হলেও যদি কখনো সুযোগ হয় বা সরকার তাকে সুযোগ দেয় তাহলে তিনি ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কাজ করবেন।

 

অবসর প্রস্তুতিতে গমনরত বিসিক এর এজিএম স্বপন কুমার ত্রিপুরা বলেন, আমি এ এলাকার মানুষ হিসাবে এ এলাকায় কাজ করার সুযোগ পেয়ে এ পদে দায়িত্বকালীন সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সেকারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত