লামায় সেনাবাহিনীর অভিযানে ২টি অস্ত্রসহ আটক ২

Published: 19 Mar 2018   Monday   

লামারে গয়ালমারায় অভিযান চালিয়ে দুইটি দেশিয় তৈরি বন্দুকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

 

সোমবার দুপুর ১টার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি গয়ালমারা এলাকা সাপমারা পাড়ায়  আলীকদম জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ নগদ ৭৯ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। আটকরা হলো, ডেঙ্গা চাকমা(৩৯) ও  সুব্রত চাকমা(৩২)।

 

জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর, ত্রিশডেবা, গয়ালমারা, রাজা পাড়া, সাফেরঘাটা, সাঙ্গু এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এলাকার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাবহিনীর সদস্যরা গয়ালমারা এলাকায় অভিযান চালায়। এ সময় নগদ টাকা ও দুইটি বন্দুকসহ দুইজনকে হাতেনাতে আটক করেন।

 

এ ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, সেনাবাহিনী অস্ত্রসহ ২ জনকে আটক করেছে বলে শুনেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত