উপজাতীয় কোটা বাতিলের দাবীতে রাঙামাটিতে বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

Published: 18 Mar 2018   Sunday   

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় কোটা শতকরা ৫ শতাংশ  থেকে ১শতাংশ নামিয়ে আনার দাবীতে রোববার রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে  বক্তব্যে রাখেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নূর জাহান, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন,প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মোমিন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, খাগড়াছড়ি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, রাঙামাটি সরকারি কলেজ শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাদিয়া ইসলাম।

 

 

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে মূল জনগোষ্ঠীর চাইতে শতকরা ১ শতাংশেরও  কম উপজাতীদের জন্য ৫ শতাংশ কাটা দিয়ে সরকার পাহাড়ের বাঙালীদের সাথে চরম বৈষম্য  তৈরী করছে। বক্তারা পাহাড়ে বাঙালীদেরও সমান সংখ্যক কোটা চালুর দাবী জানান, অন্যথায় দূর্বার আন্দোলনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অচল করে দেয়ার হুমকি দেন তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত