রাজস্থলীতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা

Published: 18 Mar 2018   Sunday   

রোববার রাঙামাটির রাজস্থলীতে বন ও বৃক্ষ জরিপ সংক্রান্ত নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজস্থলী উপজেলায় কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগের উদ্দ্যোগে রাজস্থলী উপজেলার পাবলিক হলের সভায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগের ডিএফও মো. রুহুল আমিন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য মংনুচিং মারমা, রাঙামাটি পার্বত্য ওজলা পরিষদ সদস্য চাদমনি তঞ্চগ্যা, চাকমা রাজা দেবাশীষ রায়ের প্রতিনিধি, সুদত্ত বিকাশ তঞ্চগ্যা ও সহকারী বন সংরক্ষক মো. সাজ্জাদুল জামান। বক্তব্য  রাখেন, সহকারী বন সংরক্ষক মো. সাজ্জাদুল জামান, চাদমনি তঞ্চগ্যা, মংনুচিং মারমা ও সুদত্ত বিকাশ তঞ্চগ্যা প্রমুখ।

 

ফাও কনসালট্যান্ট ড. নিখিল চাকমা পরিচালনার সভায় বৃক্ষ ও বন জরিপ সর্ম্পকে উপস্থিতিদের মধ্যে ধারনা জন্য ভিডিও প্রর্দশন করা হয়েছে। এ ছাড়া মুক্ত আলোচনা সভায় বন ও বৃক্ষ জরিপসহ বন বিভাগের বিভিন্ন কর্মকান্ড সর্ম্পকে প্রশ্ন ও উত্তর পর্ব মাধ্যমে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত