বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Published: 17 Mar 2018   Saturday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা ও র‌্যালী বের করা হয়।

 

“বঙ্গবন্ধুর জন্মদিন, রং ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যমা চাকমা, উপজেলা আ’লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেকুল মওলা, উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) কৌশিক চাকমা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া। আরও বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু প্রতিকৃতি অংকন প্রতিযোগি শিক্ষার্থীদের পুরস্কার বিরতণ করা হয়।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায়  বক্তারা বলেন, প্রধান আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে  তুলতে হবে। বঙ্গবন্ধু মানে একটি দেশের ইতিহাস। শিশুদেরকে তার আদর্শকে জানাতে হবে। তার আদর্শকে অন্তরে ধারণ ও লালন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর মত আদর্শবান ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে এবং শিশুদের সকল অধিকার রক্ষা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত