রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Published: 15 Mar 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬কোটি ৬৩লক্ষ টাকা ব্যয়ে কালিন্দীপুর হতে হ্যাচারী সুখী নীলগঞ্জ সড়কে ব্রীজ নির্মাণ, ৮০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন হ্যাচারী এলাকায় জেলা পরিষদের কর্মচারী কোয়ার্টার ভবন নির্মাণ ও ৯৯লক্ষ টাকা ব্যয়ে পরিষদের সদস্যদের জন্য কোয়ার্টার ভবন নির্মাণ।

 

শহরের রাঙ্গাপানি সুখী নীলগঞ্জ হ্যাচারী এলাকায় এ প্রকল্প কাজের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা পরিষদেরর নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ভিত্তি প্রস্থর স্থাপনের আগে পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ব্রীজ ও ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুত প্রকল্প কাজ শেষ করার পরামর্শ  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত