রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপ্ত

Published: 11 Mar 2018   Sunday   

রাঙামাটিতে সোমবার রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপ্ত হয়েছে।

 

মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃ) মনছুর আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা (চঃদাঃ) নিখিলেশ চাকমা, জুরাছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভাঃ) আশিষ কুমার ধর, সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চাকমা ও বরকল ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চাকমা প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, সরকারী কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

 

এর আগে স্কুল প্রাঙ্গণে বসানো স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় মিনা প্রদর্শনী, শিশুদের জন্য পাপেট শো, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত