খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সংবাদ সম্মেলন

Published: 10 Mar 2018   Saturday   
no

no

চাকমা রাজা দেবাশীষ রায় ও রানী ইয়েন ইয়েন কর্তৃক রাঙামাটির দুই কিশোরীর কথিত ধর্ষন নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ এনে তার প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাব সন্মেলন কক্ষে সাংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিন। এসময় সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,  সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম।

 

সংবাদ সন্মেলনে সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিনন বলেন, স্বীকৃত রাজাকার ত্রিদিপ রায়ের ছেলে চাকমা রাজা দেবাশিষ রায় ও রানী ইয়েন ইয়েন পাহাড়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। রাঙামাটির বিলাইছড়ির দুই কিশোরীকে ধর্ষনের অভিযোগ তুলে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এছাড়া হাইকোর্ট থেকে রাজাকার ত্রিদিপ রায়ের সকল স্থাপনা মুছে ফেলার নির্দেশ দেয়া হলেও একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সেই নির্দেশনা ধামাচাপা দেয়ার হচ্ছে।

 

সাংবাদিক সম্মেলন থেকে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদ, মানিকছড়ি ও রামগড়ে অপহৃতদের উদ্ধার, সংগঠিত সকল হত্যাকান্ড, অপহরণের বিচার এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত