আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পানছড়িতে নারী উন্নয়ন মেলা

Published: 08 Mar 2018   Thursday   

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপি নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

 

 “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম- শহর কর্ম- জীবনধারা” এ প্রতিপাদ্য নিয়ে পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা কর্মরত বিভিন্ন এনজিও অর্থায়নে উপজেলা মাঠপ্রাঙ্গনে গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন পানছড়ি উপজেলা সর্বোত্তম চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ।

 

মেলায় ইপসা ‘সো’ প্রকল্পের অধীনে “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম- শহর কর্ম- জীবনধারা” নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হয় এবং উপজেলা বিভিন্ন অধিদপ্তর ও  প্রাথমিক বিদ্যালয় ও উপজেলায় কর্মরত এনজিসহ  ১৩টি স্টল অংশ গ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত