রাঙামাটিতে সাংবাদিক জামাল হত্যার ১১বছর পূর্তি উপলক্ষে স্মরণ সভা

Published: 08 Mar 2018   Thursday   

সাংবাদিক জামাল হত্যার ১১বছর পূর্তি উপলক্ষে  বৃহস্পতিবার রাঙামাটিতে বৃহস্পবিার স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজিত  স্মরণ সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দীন, দৈনিক প্রিয় চট্টগ্রামের জেলা প্রতিনিধি মো. দীপ্ত হান্নান ও নিহত সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

স্মরণ সভায় সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘ ১১বছর ধরে সংবাদিক জামাল হত্যাকান্ডের মামলাটা আদালতে বিচারধীন থাকলেও তার কোন কুল কিনারা হয়নি। হয়নি কোন সুষ্ঠ তদন্ত। এখনো ধরা-ছোয়ার বাইরে রয়েছে মুল খুনিরা।

 

নেতৃবৃন্দ অবিলম্বে জামাল উদ্দীনের হত্যাকান্ডের খুনিদের দ্রুত বিচারের আওয়তায় নিয়ে কঠোর শাস্তির জন্য সরকারের কাছে জোরদাবী জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ তার লাশ  উদ্ধার করে পুলিশ। সাংবাদিক জামাল অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুনের শিকার হন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের  করে তার পরিবার। তিনি বেসরকারি টিভি চ্যানাল এনটিভি, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত