লামায় অগ্নিকান্ডে ১০ দোকান ঘর ভূস্মিভূত

Published: 06 Mar 2018   Tuesday   

বান্দরবানের লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের কুটিশিল্প এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর রাত আড়াইটার সময় এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫৬ লক্ষ ১০হাজার টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন লামা ফায়ার সার্ভিসের লোকজন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা ইউনিট ঘটনাস্থলে এসে আগুণ নেভায়। মো. গোলাম মোস্তফা, ফাহিম, নুর ইসলাম, শিপন, আব্দুল মতিন, আরিফ, শফিক, রহমত আলী, জসিম উদ্দিন ও লোকমান হোসেন নামরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।


লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক জানান, মঙ্গলবার ভোর রাত আড়াইটার সময় আগুণ লেগে দশটি দোকান পুড়ে যায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান বলেন, কুটিশিল্প এলাকায় মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫৬ লক্ষ ১০হাজার টাকার সম্পদ পুড়ে গিয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়।


লামা ফায়ার ষ্টেশনের লিডার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে এনেছি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত