লামায় ভাবীর লাঠির আঘাতে দেবরের মৃত্যু

Published: 04 Mar 2018   Sunday   

লামায় বসতবাড়ীর গাছকাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ার ফাঁকে ভাবির লাঠির আঘাতে মোঃ আমিরুল ইসলাম(২৭) নামের এক দেবরের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মালিচাঁন ঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

লামা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক(এসআই) বাবু কৃষ্ণ দাস জানান, নিজেদের বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই মো. রবিউল (৩৩) ও স্ত্রী আম্বিয়া বেগম (২৫) এর সাথে শনিবার ৩ মার্চ দুপুর থেকে কয়েক ধাপে ঝগড়া হয় আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টার সময় পূনরায় ঝগড়া বেঁধে যায় উভয়ের মাঝে। এ সময়  বড় ভাইয়ের স্ত্রী আম্বিয়া বেগম গাছের লাঠি দিয়ে আমিরুলের মাথায় জোরে আঘাত করলে মাথা ফেটে প্রচন্ড রক্তখনন হতে থাকে। রক্তাক্ত অবস্থায় আমিরুলকে বাড়ির অন্যান্য লোকজনরা দ্রুত  চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। রাত ৯ টায় চমেক হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জানান। চমেকে কর্তৃপক্ষ রোববার নিহতের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মো. আমিরুল ইসলাম(২৭) ইউনিয়নের চিউরতলী, মালিচাঁন ঝিরির লিয়াকত আলীর ছেলে।

 

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমিরুলের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে বড় ভাই মো. রবিউল (৩৩) ও স্ত্রী আম্বিয়া বেগম (২৫) পালিয়ে যায় বলে জানিয়েছেন ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মো. আক্তার হোসেন মেহেরাজ।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহত আমিরুলের স্ত্রী হাজারা বেগমসহ পরিবারের অন্যান্য লোকজনরা চমেক হাসপাতাল থেকে আমিরুলের মরদেহ নিয়ে বাড়ী উদ্দ্যশ্যে রওনা দিয়েছে। ঘটনার সাথে জড়িত ভাই ও ভাবিকে আটকের জন্য অভিযান চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত