হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন এর দু’টি সংগঠনের মাসিক সভা

Published: 02 Mar 2018   Friday   

শুক্রবার রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন দু’টি সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনইস্টিটউিট এর মাঠ প্রাঙ্গণে পরেশ চাকমার সঞ্চালনায় দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি (আজীবন) সুপ্রিয় চাকমা (শুভ) এর সভাপতিত্বে মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন এর দু’টি সংগঠনের সহ সাধারণ সম্পাদক মিস জবা চাকমা, হিলর প্রোডাকশন এর তথ্য ও প্রচার সম্পাদক প্রিয়তোষ চাকমা ও সদস্য জিটন চাকমা,নিকেল চাকমা ও মিল্টন চাকমা সহ দু’টি সংগঠনের মধ্যে অন্যান্য প্রমূখ নেতৃবৃন্দ।


সভায় বক্তরা বলেন, মাত্র এক বছরের মধ্যে হিলর ভালেদী বিভিন্ন সেবামূলক স্বেচ্ছাসেবী কাজ করে চলছে। নিজ মাতৃভাষা চাকমা বর্ণমালার ফ্রি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন,সম্প্রতি রাঙামাটিতে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ,লংগদুতে পাহাড়িদের বসতবাড়িতে অগ্নিকান্ডে অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ সহ মানব সেবা রক্তদান কর্মসূচীতে কাজ করে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে দু’টি সংগঠন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত