রাঙামাটিতে জেলা পর্যায়ে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 26 Feb 2018   Monday   

জেলা পর্যায়ে সোমবার রাঙামাটিতে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পোড়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কাউখালীর সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে।


জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে দিন ব্যাপী প্রতিযোগিতায় দশ উপজেলায় চ্যাম্পিয়ন দলের প্রাথমিকে ১০টি, মাধ্যমিকে ১০টি বিদ্যালয় ও ৩টি কলেজসহ মোট ২৩টি দল অংশ নেয়।


প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় হয়েছে জুরাছড়ি উপজেলার পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক স্তরে দ্বিতীয় হয়েছে রাজস্থী উপজেলার রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, তৃতীয় কাপ্তাই উপজেলার কেপিএম স্কুল এন্ড কলেজ। এছাড়া কলেজ পর্যায়ে দ্বিতীয় হয়েছে কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রী কলেজ, তৃতীয় রাজস্থলী কলেজ।


অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদ হোসেনসহ সরকারি দফতরের কর্মকর্তারা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত