বিলাইছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Published: 21 Feb 2018   Wednesday   

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিলাইছড়িতে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিলাইছড়ি উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়, দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ক্লাব, উপজেলা জেএসএস, মাসস ও বিভিন্ন স্তরের জনগণ। ভোরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহনে প্রভাত ফেরীর আয়োজন করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা ,বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয়– বড়–য়া, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম শাহিদুল ইসলাম । বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন চক্রবর্তী। আলোচনা সভা শেষে অতিথিরা পুরুস্কার করেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে রক্তারা বলেন, যে জাতি তার ভাষাকে শ্রদ্ধা করে, সে তার জাতিকে এবং রাষ্ট্রকেও শ্রদ্ধা করতে জানে। যে জাতির সংস্কৃতি বিলুপ্তি হয়ে যায় সেই জাতি কখনো মাথা উচঁ করে দাড়াতে পারে না। 

 

বক্তারা উন্নত জাতি গঠনের জন্য নিজের ভাষা ও সংস্কৃতিকে লালন, পালন ও অন্তরে ধারন করার আহবান জানান এবং সকল বিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত