পানছড়িতে নানান আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

Published: 21 Feb 2018   Wednesday   
no

no

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার খাগড়াছড়ির পানছড়ির বিভিন্ন স্থানে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন উদ্যোগে ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৃথক পৃথক প্রভাত ফেরী করা হয়েছে। ভোর সকালে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে উপজেলার সকল প্রশাসনিক প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিবার, পানছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন, আওয়ামীলীগের সভাপতি মো: বাহার মিয়া ও যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব নেতৃত্বে আ’লীগ, নাজির হোসেনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের নেতৃত্বে ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের পক্ষে স্ব-স্ব দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।


উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন।


পরবর্তীতে জাতীয় পার্টি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিট, প্রতিবন্ধী কল্যাণ সংঘ, চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্টেন, পানছড়ি আদর্শ শিশু বিদ্যানিকেতন, তালুকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ইপসা সমৃদ্ধি কর্মসূচী, কুড়াদিয়াছড়া টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।


অন্যদিকে প্রভাত ফেরী শেষে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিহির চাকমার নেতৃত্বে বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করাও পরবর্তীতে এক আলোচনা সভা হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত