রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Published: 21 Feb 2018   Wednesday   

যথাযগ্যে মর্যাদায় রাঙামাটিতে বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহ, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত