মহালছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Published: 21 Feb 2018   Wednesday   

খাগড়াছড়ির মহালছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার শহীন মিনারে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।


সকাল সাড়ে ৮টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনের মধ্য দিয়ে বিশাল এক প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরীটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


এছাড়া দিবসটি উপলক্ষে মহালছড়ি টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমেদ পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নাসরিন উর্মি, মহালছড়ি কলেজের অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা, বাংলা বিভাগের প্রভাষক তুষার কান্তি দাশ। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন করা হয়।


অপরদিকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মহালছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মেনন চাকমার নেতৃত্বে বাবু পাড়া এলাকায় একত্রিত হয়ে সকল জাতিসত্তার ভাষা-সংস্কৃতি, ইতিহাস সুরক্ষিত হোক, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এই শ্লোগানে খালী পায়ে র‌্যালী সহকারে টাউন হল প্রাঙ্গনে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


পরে মেনন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের স্ব স্ব মাতৃভাষার ৫ দফা দাবী সম্বলিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত