চাকমা রানীর উপর হামলার প্রতিবাদের খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 20 Feb 2018   Tuesday   

চাকমা সার্কেলের রানী য়েন য়েন ও ভলান্টিয়ারের ওপর হামলা ও চাকমা রাজ পরিবারসহ পাহাড়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাঙামাটিতে দুই মারমা বোনের ওপর  যৌন হয়রানির প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  খাগড়াছড়ির হেডম্যান কার্বারী এসোসিয়েশন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন এ মানববন্ধন করেছে।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন  অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্য সাইন চৌধুরী, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,ভাইস-চেয়ারম্যান রণিক ত্রিপুরা, নারী অধিকার কর্মী নমিতা চাকমা প্রমুখ।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মরকলিপিতে রানীর ওপর হামলা, দুই মারমা তরুনী বোনের ওপর যৌন  নির্যতিনের সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

 

বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্ষণ নির্যাতন হামলা এখন পার্বত্য চট্টগ্রামে নিত্য ঘটনা হয়ে দাড়িয়েছে। এর পিছনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এ সবের বিচার না হওয়ায় ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নির্যাতন এমন পর্যায়ে পৌছেঁছে, আজ রাজ পরিবার পর্যন্ত নিরাপদ নয়। বক্তারা রাজ পরিবার সহ পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ীদের নিরাপত্তার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত