লামায় নব-নির্মিত বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন

Published: 20 Feb 2018   Tuesday   

বান্দরবানের লামায় নব-নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার  লামা পৌরসভার মধুঝিরিস্থ বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রটির উদ্বোধন  করেন শেষে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।পরে তিনি এক জনসভায় যোগদান করেন।    

 

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসরুফ, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনবাথোয়াই চিং মার্মা। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজাতি বাঙ্গালী জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া প্রধান অতিথি আরো কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, বর্তমান সরকার উন্নয়ন বাদ্ধব সরকার।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে। আওয়ামীলীগ দেশের উন্নয়ন আর দেশের মানুষের উন্নয়ন ছাড়া কিছু বুঝে না। তাই আজ আওয়ামীলীগের জনপ্রিয়তায় ঈষার্ন্নিত হয়ে জঙ্গিদের মদদদাতা বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে এবং এর পূর্বে দলের কিছু লোকজন ষড়যন্ত্র করতে পারে। সে দিকে খেয়াল রাখতে হবে সকলকে। জনগনের ভালোবাসায় আগামী নির্বাচনেও সংসদ গঠন করতে পারবো। দেশের মানুষ এখন অনেক সচেতন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত