কাপ্তাইয়ের মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের উদ্বুদ্ধকরণ সভা

Published: 18 Feb 2018   Sunday   

রোববার কাপ্তাইয়ের মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের ভালো ফলাফল করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কর্ণফুলী ডিগ্রী কলেজ  মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী ককর্মকর্তাতারিকুল অালম।কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. বেলাল চৌধুরীর সভাপতিত্বে  সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা রাজিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম.এম.এ কাদের, কর্ণফুলী ডিগ্রী কলেজের উপাধক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল অালম। মতবিনিময় সভায় ছাত্রছাত্রীদের পক্ষ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক বিভাগের নোমান হোসেন, বিজ্ঞান বিভাগের তানবিন অাক্তার। মতবিনিময় সভায় কলেজের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী উপস্হিত ছিলেন।।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী ককর্মকর্তা বলেন, অাগামী প্রজন্মের জন্য দেশকে গড়ে তুলতে হবে। দেশ গড়তে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেই নিজেকে স্বপ্ন দেখতে হবে। এগিয়ে যেতে হবে বহুদুর। বসন্ত মানুষের জীবনে প্রতি বছর অাসে। তবে বসন্তের গণনা না করে বসন্তের যথাযথ ব্যবহার করতে হবে। পিতামাতা, শিক্ষকদের মুখ উজ্জল করতে হবে। প্রতিটি অভিভাবক তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। কঠোর পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত