খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

Published: 17 Feb 2018   Saturday   

খাগড়াছড়ির জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় দীলিপ কুমার চাকমা ওরফে বিনয়(৪২) নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ‘গণতান্ত্রিক ইউপিডিএফ’ গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি।

 

জানা যায়, শনিবার সকালে হরিনাথ পাড়ায় একটি বাসার সামনে দীলিপ কুমার চাকমাসহ দুজন বসা ছিলেন। এসময় একদল অস্ত্রধারী তাদের তাড়া করলে দীলিপ কুমার চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অস্ত্রধারীরা পেছন থেকে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত দীলিপ কুমার চাকমা পানছড়ির চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকার সন্তোস কুমার চাকমার ছেলে। তিনি হরিনাথ পাড়ায় সাংগঠনিক  দায়িত্বে ছিলেন ।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র জেলা সংগঠক মাইকেল চাকমা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় নব্য মুখোশ বাহিনী(ইউপিডিএফ গণতান্ত্রিক) ও জেএসএস এমএন লারমা গ্রুপের সন্ত্রাসীরা দায়ী। তাঁরা নতুন করে পাহাড়ে সংঘাত সৃষ্টি করছে। তবে গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএস এ হন্তকান্ডের দায় অস্বীকার করেছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া  হয়েছে। ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত