খাগড়াছড়িতে পাড়া কেন্দ্রের পাড়াকর্মীদের বার্ষিক বনভোজন

Published: 16 Feb 2018   Friday   

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সন্বনিত সমাজ উন্নয়ন প্রকল্পের ২নং কমলছড়ি ইউনিয়নের পাড়া কেন্দ্রের পাড়াকর্মী ও সিনিয়র পাড়াকর্মীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ট্রাক্সফের্সের সদস্য সন্তোষিত চাকমা বকুল, সমন্বিত সামজ উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ফরিদুল আলম,২নং কমলছড়ি ইউনিযনের চেয়ারম্যান সাপ্রুউ মারমা, কমলছড়ি প্রকল্প সংগঠক সুরত রঞ্জন ত্রিপুরা,খাগড়াছড়ি ও পেরাছড়া ইউনিয়নের প্রকল্প সংগঠক তাপস ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের প্রকল্প সংগঠক অনুপ কুমার চাকমা,গোলাবাড়ী ইউনিয়নের প্রকল্প সংগঠক মনি চাকমা, পাড়াকর্মী ও সিনিয়র পাড়া কর্মীদের প্রশিক্ষক কনক বরন ত্রিপুরা, জাবারাং রিড় প্রকল্পের টেকনিক্যাল অফিসার লোক জোতি চাকমা ও স্কাস রামগড় উপজেলা সমন্বক সুনয়ন চাকমাসহ ২নং কমলছড়ি ইউনিয়নের পাড়াকমী ও সিনিয়র পাড়াকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওয়াতায় পাড়া কেন্দ্রের পাড়া কর্মীরা একটি পাড়ার জন্য একজন গুরুত্বপূর্ন ব্যাক্তি। কারন একটি পাড়া বা গ্রামে যখন কোন ব্যাক্তি যান তখন ঐ পাড়া কেন্দ্রের গ্রামের ম্যাপ বা মানচিত্র দেখে বলা যায় ওই গ্রামের অবস্থান। তাই এটি একটি খুবই জন গুরুত্ব পূর্ণ একটি প্রকল্প।


তারা আরো বলেন সম্প্রতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ৪০০০তম পাড়া কেন্দ্র উদ্বোধন করে তার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। এ কার্যক্রম প্রকল্প ভিত্তিক না করে এটি একটি সরকারের স্থায়ী প্রকল্প বা এ প্রকল্পটিকে রাজস্ব খাতে নেয়ার দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত