মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সভা রাজস্থলীতে

Published: 06 Feb 2018   Tuesday   

মঙ্গলবার রাজস্থলীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজস্থলী কলেজের হল কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন, অধ্যক্ষ রাজস্থলী কলেজ উপানন্দ দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহাবুবুর আলম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্দ্যোগ হিসেবে দশটি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে এসডিজি লক্ষ্য মাত্রায় খুব সহজে এগিয়ে যাবে। এ জন্য আমাদের প্রত্যেকের আগামীদিনের প্রজন্ম সন্তানদের উপর নজর রাখা প্রয়োজন। যাতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ কাজে লিপ্ত হতে না পারে। আমাদের সকলের দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করার প্রয়োজন। এসব অপকর্ম কাজের প্রতিরোধ হিসেবে সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা, সেমিনারসহ নানা কাজের মধ্যে প্রতিরোধ মূলক পদক্ষেপ গ্রহন করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত