কাপ্তাইয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 06 Feb 2018   Tuesday   

মঙ্গলবার কাপ্তাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদদের জন্য শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের অায়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালমের সভাপতিত্বে প্রতিযোগিতার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা একাডেমীক সুপারভাইজার সোসেল চাকমা,শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ।

 

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৫টি ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিতত হয়। ইউনিয়ন পর্যায়ে ১ম,২য়,৩য় স্থান অধিকারীরা অাগামী ১৪ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিবে।এর অাগে গেল সোমবার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন,  জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিক। জাতীয় সংগীত এবং জাতীয় পতাকার মাধ্যমে বিশ্বের দরবারে একটি দেশকে চিহ্নিত করা হয়।তাই জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশন করা সকলের নাগরিক কর্তব্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত