নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার দু’পা বিচ্ছিন্ন

Published: 03 Feb 2018   Saturday   

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

শনিবার সকাল ১০টায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি চাকডালা ৪২নং সীমান্ত পিলারের কাছে মিয়ানমার সেনাবাহিনীর অবৈধভাবে মাটির নিচে পূঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান (৪৫) লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৪২নং পিলারের কাছে স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ও পুলিশ কর্মকর্তারা।


নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার কামাল জানান, মিয়ানমার সীমান্তে হামিদিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত