বিলাইছড়িতে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ ও ক্লাস শুরু

Published: 01 Feb 2018   Thursday   

বিলাইছড়িতে বৃহস্পতিবার নব প্রতিষ্ঠিত দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ ও ক্লাশ শুরুর কার্য্যক্রম শুরু হয়েছে।

 

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাথোয়াই মার্মা, প্রহর কান্তি চাকমা ও থুই প্রু অং মার্মা। এবং আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল ময় চাকমা ও সহকারি শিক্ষকরা।

 

প্রধান শিক্ষক সুশীল ময় চাকমা জানান, এই পর্যন্ত বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্ষন্ত মোট ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে।

 

উল্লেখ্য, ২০১৭ সালে বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর গ্রামে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়টি আবাসিকসহ প্রতিষ্ঠা লাভ করে। তবে বিদ্যালয়টি এখনও আবাসিক হোস্টেল চালু করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত