পানছড়িতে প্রথম দিন এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত

Published: 01 Feb 2018   Thursday   

সারা দেশের ন্যায় পানছড়ি উপজেলায় শুরু হয়েছে এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষা। প্রথম এবার এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চারটি কেন্দ্রে  ৬০৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।

 

জানা গেছে, পানছড়ি উপজেলার চারটি কেন্দ্রে মধ্যে ১নং কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ২৩৯ জন, ২ নং কেন্দ্রে ১৪১ জন, ৩ নং কেন্দ্রে ১৭০জন ও দাখিল কেন্দ্রে ৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।

 

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃংঙ্খলা রক্ষার কাজে কেন্দ্র সমুহে পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি মোবাইল টিম রয়েছে।

 

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান, সবকটি কেন্দ্রেই প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত