রাঙামাটির জীবতলীতে বন্য হাতির আক্রমে এক বৃদ্ধের মৃত্যু

Published: 01 Feb 2018   Thursday   

রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় বন্য হাতির আক্রমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে চার দিকে এ ঘটনা ঘটেছে।


জানা যায়, রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নে চেয়ারম্যান পাড়ায় এলাকায় বৃহস্পতিবার ভোর ভোর পৌনে চার দিকে কিনা চন্দ্র চাকমা(৬০) কাপ্তাই হ্রদে মাছ ধরতে মারতে বাড়ী থেকে বের হন। এসময় রাস্তার মধ্যে থাকা বন্য হাতির দলটি কিনা চন্দ্র চাকমাকে পা ও ছুড় দিয়ে আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত বিকাশ চাকমা সত্যতা স্বীকার করে জানান, জীবতলী ইউনিয়নে চেয়ারম্যান পাড়ায় এলাকায় ভোর ভোর পৌনে চার দিকে কিনা চন্দ্র চাকমা কাপ্তাই হ্রদে জাল মারতে যাওয়ার সময় বন্য হাতি আক্রমনে মৃত্যূ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত