বান্দরবানে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Published: 31 Jan 2018   Wednesday   

বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক কার্যালয় শাখার স্কুল ব্যাংকিং কনফারেন্স গেল ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

 

আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ১০টি তফশিলী ব্যাংকের আয়োজনে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. সেলিম উদ্দীন।  বাংলাদেশ কৃষি ব্যাংক, বান্দরবান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক কার্যালয়,বান্দরবানের কর্মকর্তা সুবিমল দাশ। অনুষ্ঠান শেষে স্কুল ব্যাংকিং সম্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বান্দরবান সদর উপজেলার ১২টি স্কুলের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. সেলিম উদ্দীন বলেন, স্কুল ব্যাংকিং হিসাব ছাত্র-ছাত্রীদের অপব্যয় হ্রাস করে সঞ্চয়মুখী করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত