বান্দরবানে পর্যটকের গাড়ী খাদে নিহত ১ঃ আহত ১১

Published: 30 Jan 2018   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় পর্যটকের গাড়ী পাহাড়ি খাদে পরে ১জন নিহত ও ১১জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় কবলিত গাড়ীর যাত্রীদের সবার বাড়ি চট্টগ্রামের ফটিছড়িতে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে লাইমী পাড়ার পাহাড়ি ঢালু পথ বেঁয়ে একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ ১১-৬৬৭৭) দ্রুত বেগে নামছিল। এসময় হঠাৎ করেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মো: বাদশা (২২) নামে এক পর্যটক প্রাণ হারান। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ১১ জন। ঘটনাস্থলে দ্রুত পৌছে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তারা সকলে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।


আহত পর্যটক মোঃ ইমন জানান, ফটিকছড়ির রোসাংগিরি এলাকা থেকে চালকসহ ১২জন বান্দরবানের নীলগিরিতে বেড়াতে আসেন। নীলগিরি থেকে ফেরার পথে পাহাড়ের ঢালু পথে চালানোর সময় হঠাৎ করেই গাড়ীটির নিয়ন্ত্রণ হারালে লাইমী পাড়ার কাছে একটি গভীর খাদে পরে যায়। এসময় তাদের সঙ্গে থাকা একই এলাকার বাদশা মারা যায়।


এ বিষয়ে জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু বলেন, হাসপাতালে আনার আগেই বাদশা’র মৃত্যু হয়েছে। আহত ১১ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের শারীরিক অবস্থা বুঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ।


খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আফারাতসহ সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও প্রশাসনের কর্মকর্তারা
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত