মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

Published: 30 Jan 2018   Tuesday   

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী মনু(৭১)।

 

দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন।অর্থের অভাবে   বিদেশে নিয়ে তার উন্নত  চিকিৎসা করাতে পারছেন না।  মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারসহ মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 মঙ্গলবার মিশন হাসপাতালে কয়েকজন মুক্তিযোদ্ধাও স্থানীয় সাংবাদিকরা তাকে দেখতে  গেলে প্রভুদানের স্ত্রী অলকা চৌধুরী জানান, গেল বছরের অক্টোবর থেকে  তিনি ব্রেনের জটিল রোগে আক্রান্ত হয়ে  মূর্মুষ অবস্থায় দিন কাটাচ্ছেন।  দীর্ঘ দিন চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন  থাকার পর বর্তমানে শয্যাশায়ী অবস্থায় তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, প্রভুদান  চৌধুরী ২০০৬ সালে খ্রীষ্টান মিশন হাসপাতালের চাকুরি থেকে অবসরে যান। চাকুরি শেষে পাওয়া জমানো টাকা তিন ছেলে মেয়ের লেখাপড়ার পেছনেই অনেকটা শেষ হয়ে গেছে। অবশিষ্ট টাকা তার চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে।
 তাই আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না।

 

 তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে তার স্বামী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। কত মানুষের কাজে দৌড়েছেন। আজ এমন দু:সময়ে তার পাশে কেউ নেই। তিনি অসুস্থ হওয়ার পর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং ঢাকা থেকে দু`য়েক জন এসে খোঁজখবর নিয়েছেন।এছাড়া,কেউ কোনরকম সহযোগিতা করেননি বলে তিনি ক্ষোভের সাথে জানান।

 

দেখতে আসা মুক্তিযোদ্ধা ইসরাফিল হোসেন,  সাদেক হোসেনসহ স্ত্রী অলকা চৌধুরী তার মুক্তিযোদ্ধা স্বামীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  উল্লেখ্য, মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী মনু ৭১ সালে ১ নং সেক্টরের রাঙামাটি অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত