ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে তিন নারী সংগঠনের মানববন্ধন

Published: 30 Jan 2018   Tuesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুই বোন ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মঙ্গলবার মানববন্ধন করেছে হিল ইউমেন্স ফেডারেশনসহ তিন নারী সংগঠন।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন পার্বত্য নারী সংঘের সাধারন সম্পাদক কাজলী ত্রিপুরা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের  জেলা শাখার সাধারন সম্পাদক দয়াল সোনা চাকমা প্রমুখ।  মানববন্ধনে হিল ইউমেন্স ফোডারেশন,পার্বত্য নারী সংঘ ও  ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধনে নারী নেতৃবৃন্দ বলেন, বিলাইছড়ির নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ধামাপাচা দিতে বিশেষ একটি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। অতীতের মতো অভিযুক্তদের রক্ষা করার ষড়যন্ত্র শুরু করেছে। মাববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সচেতন মানুষ তা কখনো মেনে নেবে না বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

 নেতৃবৃন্দ গেল ২২ জানুয়ারী গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি  গ্রামের দুই আদিবাসী মারমা সম্প্রদায়ের কিশোরী ধর্ষনের শিকার হয়েছে বলে দাবী করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত