পানছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ফলক উম্মোচন

Published: 29 Jan 2018   Monday   

সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ফলক উম্মোচন ও আলোচনা সভা হয়েছে।

 

 

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলক উম্মোচন করেন।


এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও পানছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,খাগড়াছড়ি জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, কলেজের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, ২৪১ নং লতিবান মৌজার হেডম্যান ভূমিধর রোয়াজা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত