খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকম। পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আশাধন চাকমার সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, সিনিয়র শিক্ষক নূতন ধন চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মিলন মিয়া, বিদায়ী শিক্ষার্থী রিফাত জাহান প্রমূখ।
বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.