পার্বত্যাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপিকে নিরলসভাবে কাজ করতে হবে-নূর নবী চৌধুরী

Published: 23 Jan 2018   Tuesday   

আনসার ও ভিডিবি’র পরিচালক (অপারেশন) নূর নবী চৌধুরী পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও সামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের আরো আন্তরিকতা দিয়ে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

 

তিনি বলেন,অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে জন্য আগামী দুই বছরের মধ্যে পার্বত্য অঞ্চলে প্রত্যেক উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে।

 

মঙ্গলবার রাঙামাটিতে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিবি’র পরিচালক (অপারেশন) নূর নবী চৌধুরী। বক্তব্যে দেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেদওয়ানুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দি প্রমুখ।

 

সমাবেশ শেষে শ্রেষ্ঠ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত