বিলাইছড়িতে ‘সিএইচসিপি কর্মীদের অবস্থান কর্মসূচী পালন

Published: 22 Jan 2018   Monday   

সারাদেশে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মত বিলাইছড়ি উপজেলার সিএইচসিপি কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাকরি জাতীয়করনের দাবীতে বিলাইছড়ি উপজেলায় কর্মরত সিএইচসিপিরা গেল শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রেখে এ অবস্থান কর্মসূচী পালন করছেন। সোমবার তিন দিনের অবস্থান কর্মসূচী পালন শেষে বিলাইছড়ি উপজেলা সিএইচসিপিরা তাদের এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


কর্মসূচী পালনকারী জানান, সারা দেশে ১৩ হাজার ৫০০ এর অধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৪ হাজারের অধিক মুক্তিযোদ্ধা সন্তানসহ সকলেই চাকুরির অনিশ্চয়তায় ভূগছেন।


তারা আরও জানান, চাকুরিতে যোগদানের পর থেকে ইনক্রিমেন্ট ও বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের চাকুরি সরকারিকরণ করা হবে বলে ২০১৩ সালে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তী ৫বছর সময় অতিবাহিত হয়ে গেলেও কর্তৃপক্ষ আমাদের চাকুরি সরকারিকরণ করেনি। তাই এ তিন দিনের অবস্থান কর্মসূচির পরও চাকুরি সরকারি করণের কোন ইতিবাচক ফলাফল পাওয়া না গেলে পরবর্তীতে টানা কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত