বিলাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Published: 22 Jan 2018   Monday   

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার বিলাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজলো পরিষদ মিলনায়তনে বিলাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ ইকবাল। বিলাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবি এম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি (বিএফএ) সুনীল বরণ চাকমা।


এর আগে একটি র‌্যালি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, মেধাবী জাতি গঠনের জন্য সুষম খাদ্য প্রয়োজন। তাই প্রাণিজ খামার গঠনের মাধ্যমে একদিকে যেমন আমিষের চাহিদা পূরন হয় অন্যদিকে বেকারত্ব দূরি করনের মধ্য দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়।


উল্লেখ্য, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ গেল ২০ জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এ কর্মসূচির অংশ হিসেবে ২৩ জানুয়ারি বিলাইছড়ি, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এ অবিভাবক শিক্ষার্থীদেরকে ডিম খাওয়ানো হবে। ও ২৪ জানুয়ারি বিলাইছড়ি,ধুপ্যাচর পাড়া সংলগ্ন মাঠে বিনামূল্যে পশু চিকিৎসা সেবা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত