সাজেক সড়কে দূর্ঘটনা রোধে সেনাবাহিনী ও এলাকাবাসী’র জঙ্গল পরিষ্কার

Published: 21 Jan 2018   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার রাস্তায় দূর্ঘটনা প্রবণ এলাকা মাসালং থেকে সাজেক পর্যন্ত ১৮ কি.মি রাস্তায় জনসচেতনতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সেচ্ছাশ্রমে রাস্তার দু’পাশের্^ আচ্ছাদিত ঘন জংগল পরিষ্কার করার কার্যক্রম গ্রহন করেছে খাগড়াছড়ি রিজিয়ন।


রোববার বাঘাইহাট জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাজেক উন্নয়ন ফোরাম’র উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে ঘন জংগল পরিষ্কার করেন।


জানা যায়, সাজেক যাওয়ার রাস্তায় দূর্ঘটনা প্রবণ এলাকা মাসালং থেকে সাজেক পর্যন্ত ১৮ কি.মি রাস্তায় দূর্ঘটনা প্রতিরোধে ২০ থেকে ২৫ জন সেনাবাহিনী ও এলাকাবাসী যৌথভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তার দু’পাশের্^ আচ্ছাদিত ঘন জংগল পরিষ্কার করেছেন।


বাঘাইহাট জোন অধিনায়ক লে: কর্ণেল আজম জানান, সাজেক-বাঘাইহাট সড়কের দুই পার্শ্বের অনেক বাঁক ও প্রচুর জংগল এবং রিজার্ভ ফরেষ্ট থাকায় গাড়ী চালকের দৃষ্টিসীমা প্রায়শঃই সীমিত থাকে। এছাড়ও সাজেক সড়কের রাস্তার পার্শ্বের বসতবাড়ী ও দোকানপাট থাকায় অনেক সময় বৃদ্ধলোক ও ছোট শিশুরা অসর্তকতার কারণে রাস্তার উপর চলে আসে এবং দূর্ঘটনার শিকার হয়। পর্যটকবাহী চাঁদের গাড়ী(জীপ), মাইক্রোবাস ও মোটরসাইকেল প্রায় ক্ষেত্রেই দূর্ঘটনায় পতিত হচ্ছে। বিগত ২০১৭ সালে এই দূর্ঘটনার সংখ্যা ছিল ৮৮ টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত