জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ ও বিএনপি নিরাপদ থাকবে-মীর আব্দুস সবুর

Published: 20 Jan 2018   Saturday   

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

 

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে আওয়ামীলীগ ও বিএনপি দু’দলেরই মধ্যে আশংকা বাড়ছে যে একদল ক্ষমতায় গেলে অপর দলের অবস্থা হবে রোহিঙ্গা পরিস্থিতির মতো। তাই একমাত্র জাতীয় পার্টিই পারবে দুই দলকে সুরক্ষা দিতে।

 

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে সন্মেলনে উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী। জেলা জাতীয় পার্টির আহবায়ক মাওলা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এয়াকুব হোসেন,কেন্দ্রীয় নির্বাহী সদস্য শফিকুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরফান আলী। স্বাগত বক্তব্যে রাখেন জাতীয় পার্টির রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব প্রজেশ চাকমা।


এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে রাঙামাটির দশ উপজেলা থেকে জাতীয় পার্টির কাউন্সিলররা অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত