এসএসসি পরীক্ষার কেন্দ্র পেল পানছড়ির পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়

Published: 19 Jan 2018   Friday   

চলতি বছরের অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হইতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পেল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়। যার কেন্দ্র নং পানছড়ি -৩। এর ফলে দুর্গম প্রত্যন্ত অঞ্চলের শত শত শিক্ষার্থী ঘরে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেল। তবে এ স্কুলের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সত্যতা নিশ্চিত করেছে।


উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়-গত ৩ জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী এসএসসি পরীক্ষা/১৮ইং হইতে এ কেন্দ্রের অনুমোদন পেল পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়। উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।


পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হেমা চাকমা, শিউলি চাকমা ও খুকুমুনি চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন-কেন্দ্র পেয়ে কি হবে ? আমাদেরকে স্কুল থেকে ৭ কিলোমিটার দূরে পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। এর ফলে আমাদের একদিকে অর্থ অপচয় হবে, অন্যদিকে সময় অপচয় হবে। আমরা চাই আমাদের কেন্দ্রে পরীক্ষা দিতে।


পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্র পাওয়ার জন্য আবেদন করেছি। অবশেষে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ব্যাক্তিগত সহকারী খগেন ত্রিপুরার একান্ত সহযোগিতায় অবশেষে কেন্দ্রটি অনুমোদন পেয়েছি। সেজন্য তাঁদেরকে কাছে কতৃজ্ঞ। তবে আমার স্কুলের শিক্ষার্থীরা আমার কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না সেজন্য খুবই দু:খ পাচ্ছি। দুর্গম প্রত্যন্ত অঞ্চল হিসেবে আমার স্কুলের শিক্ষার্থীদেরকে এ কেন্দ্র পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি বোর্ড কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা বলেন-নতুন এএসএসসি পরীক্ষা কেন্দ্রসহ উপজেলার মোট ৩টি কেন্দ্র হলো। এতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং শিক্ষার হার বাড়বে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত