ইউপিডিএফের বান্দরবান জেলা সমন্বয়ককে আটকের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

Published: 17 Jan 2018   Wednesday   

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বান্দরবান জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মু্িক্তর দাবিতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তিনটি সংগঠন। অন্য দুই সংগঠন হল গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি ইউপিডিএফ-এর জেলা কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রেড স্কোয়ার, উপজেলা ও চেঙ্গি স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারস্থ শহীদ অমর বিকাশ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পিসিপি জেলা অর্থ সম্পাদক জহেল চাকমার সঞ্চালনায় হিল উইমেন্স ফেডারেশন জেলা সভাপতি দ্বিতীয়া চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা সদস্য মানিক চাকমা।

 

সমাবেশে বক্তারা ইউপিডিএফ-এর নেতাকর্মীদের উপর নির্যাতন-ধরপাকড় ও হত্যা করতে রাষ্ট্র একটি নয়া কৌশল নিয়েছে বলে উল্লেখ করে এর পরিণাম শুভ হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। পাশাপাশি বক্তারা রাষ্ট্রীয় পরিকল্পনায় রাজনৈতিক হত্যাকান্ড, ধরপাকড় ও নির্যাতন বন্ধ করে দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বান্দরবান জেলা ইউনিটের প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, কোন ধরনের আইনী প্রক্রিয়া ছাড়া বান্দরবান শহরের বালাঘাটার নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে ইউপিডিএফের বান্দরবান জেলা ইউনিটের প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোথায় নেয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত