খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিলের দাবীতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও এলাকাবাসী।
উপজেলার বেতছড়ি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহন করেন। মানববন্দন কর্মসূচীতে অভিভাবকদের পক্ষে মোঃ আমজাদ হোসেন ও হেমাব্রত কার্বারী বক্তব্য রাখেন।
বক্তারা বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ ওমর ফারুক মাসুদের বিরুদ্ধে নানা প্রকার অনিয়মের অভিযোগ উত্থাপন করে অবিলম্বে তার বদলীর দাবী জানিয়ে বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে তার দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। যার ফলে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়সহ মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ঠ হয়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে প্রধান শিক্ষককে বদলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবী জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ ওমর ফারুক মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন। এ বিষয়ে আমি কিছুই জানিনা। মানববন্দনের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন জানান, কি কারনে মানববন্ধন করা হয়েছে তা আমি জানিনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.