প্রধান শিক্ষক সমিতি রাঙামাটি সদর শাখাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদে সংবাদ সন্মেলন

Published: 17 Jan 2018   Wednesday   

প্রধান শিক্ষক সমিতি রাঙামাটি সদর উপজেলা শাখাকে জড়িয়ে শিক্ষকদের চাকুরী স্থায়ীকরন বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে  বুধবার বিকালে সংবাদ সন্মেলন  করেছে  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।    

 

রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন  প্রধান শিক্ষক সমিতির রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি সবিনয় দেওয়ান। এসময় প্রধান শিক্ষক সমিতি রাঙামাটি শাখার সভাপতি তপন চাকমা,  সাধারন সম্পাদক  নিজাম উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক নজির আহমেদ, সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাসান উদ্দীন, নব জাতীয়করণ প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রিয় রঞ্জন চাকমা।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, প্রধান শিক্ষক সমিতি রাঙামাটি সদর উপজেলা শাখা কর্তৃক চাকুরী স্থায়ীকরনের নামে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যা মিথ্যা ও বানোয়াট। প্রধান শিক্ষকদের চাকুরী স্থায়ীকরনের লক্ষে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে কর্মরত ও অংশ গ্রহনকারী প্রধান শিক্ষকদের কাছ থেকে এক হাজার গ্রহন করে একটি ফান্ড গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত